Showing posts with label বালকবেলা. Show all posts
Showing posts with label বালকবেলা. Show all posts

Wednesday, October 2, 2019

ফাতাবুয়াই

"সাদা রং.....কারেন্টে চলে.....পানি ঠান্ডা বরফ ওইযায়.....নাম বুলে......"... হাসির চোটে আমাদের বাড়ির সাহায্যকারীনি ফাতাবুয়াই কথাই শেষ করতে পারেন না। শেষে অতি কষ্টে হাসি চেপে বাবাকে জানালেন, বড়বাবুর বাড়ির আজব জিনিসটা নিয়ে - "..... নাম বুলে ফিরুজ"।

(আড়াই -তিন দশক আগের স্মৃতি)

Wednesday, December 2, 2015

কামেরার বাহাদুরি

"আমিতা বচন কইয়া এগ্গু আছে যে এক বস-কিঙ্গে চাইর জনরে উরাই লায়" - সহপাঠি মামুদুলের কাছ থেকে আমার সিনেমা বিষয়ক জ্ঞানের মনিমুক্তর প্রথমদিকের একটি| বাজারের রাজধানী ক্লাবের ভিডিও শো-র কল্যানে 'আন্ধা কানুন' দেখে, "আমিতা বচন" এর সাথে বেশ কয়েক বছর পর পরিচয়| তার আগে মামুদুলের বাড়িতে অবশ্য, ওর বড় ভাইয়ের ঘরে, অনেক সিনেমার পোস্টার দেখেছি| নায়ক নায়িকার জড়াজড়ি করে গানের দৃশ্যের একটি পোস্টার ছিল| নায়িকাকে জড়িয়ে ধরলেও, বন্ধু বলল এই সব নাকি কামেরার বাহাদুরি|
"ইলা আনজা করিয়া বডি ছইলে, ফাঁসির আদেশ ওই যায়" | বলাবাহুল্য এই "বডি ছইলে ফাঁসি ওই যাওয়া" শুধু নায়ক নায়িকাই নয় - নায়ক ভিলেনের 'ফাইট' -এর ক্ষেত্রেও প্রযোজ্য| যতই কামেরার বাহাদুরিতে হাত ধরাধরি বা মারামারি থাকুক, কিন্তু আসলে একজন আরেকজনকে ছুলেই কিন্তু ফাঁসি| বুঝলাম সিনেমায় অভিনয় করা যথেষ্ট ঝুকিপূর্ণ কাজ|